ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বগুড়ায় গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩২, ১১ সেপ্টেম্বর ২০২০

বগুড়ার নন্দীগ্রামে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত উজ্জল হোসেন (৩২) উপজেলার রায়পাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখের মারিয়া গ্রামের বেলাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে ভিতরে ঢুকে একটি গাভী গরু চুরি করা হচ্ছিল। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া করে উজ্জলকে ধরে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বলেন, ‘গণপিটুনিতে নিহত উজ্জল হোসেনের বিরুদ্ধে নন্দীগ্রামসহ বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের ময়নাতদন্ত চলছে। পরে মামলা রুজু করা হবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি