ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধামরাইয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক 

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২০

সাভারের ধামরাইয়ে শ্বশুর বাড়ি থেকে জুলেখা আক্তার শিখা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে যাদবপুরের উত্তরপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মেহেদী হাসানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন থানা পুলিশকে জানায় রাতের কোন এক সময়ে গৃহবধূ শিখা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মরদেহটি মেঝেতে পড়ে আছে। এ সময় শ্বশুর বাড়ির লোকজন দাবি করেন মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে তারা নামিয়ে মেঝেতে রেখেছেন। বিষয়টি রহ্যসজন হওয়ায় স্বামী মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

নিহত ওই গৃববধূর স্বজনদের দাবি, ‘তাকে নির্যাতন করে হত্যার পর শ্বশুর বাড়ি লোকজন আত্মহত্যার ঘটনা প্রচার করছে।’

এ ব্যাপারে ধামরাই থানার এসআই আজাহারুল ইসলাম জানান সাংবাদিকদের জানান, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি