ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে কালী মন্দিরের ৪টি প্রতিমা ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১১ সেপ্টেম্বর ২০২০

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের কালী মন্দিরের ৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া জানান, গেল বৃহস্পতিবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা সিটি করপোরেশনের দক্ষিণ সালনার মিয়াবাড়ি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের কালীমন্দিরে প্রবেশ করে। 

এ সময় তারা ওই মন্দিরের চারটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে পালিয়ে যায়। ভোরে পূজারীরা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরসহ অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এমবি//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি