ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বরগুনায় জরাজীর্ণ ব্রিজ পুনর্নির্মাণের দাবি 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ১১ সেপ্টেম্বর ২০২০

দীর্ঘদিনের জরাজীর্ণ ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন করেন ৫ শতাধিক নারী-পুরুষ।

এতে বক্তারা বলেন, ‘বিদ্যালয় সংলগ্ন বাঁশবুনিয়া খালের উপর নির্মিত একটি ব্রিজ ভেঙ্গে দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বিচ্ছিন্ন রয়েছে দু’পাড়ের যোগাযোগ ব্যবস্থা। যার কারণে দুটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলেও কোন কর্ণপাত করছেন না।’

উল্লেখ্য, আমতলী ও তালতলী উপজেলায় এ রকম ২৭টি জরাজীর্ণ ব্রিজ রয়েছে। সেগুলোও পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম আব্দুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, তক্তাবুনিয়া মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মো. আবু ছালেহ, জেবি শেনেরেহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসিম হালদার, সমাজসেবক রেজাউল মোল্লা প্রমুখ।

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি