ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৩, ১২ সেপ্টেম্বর ২০২০

পূর্বশত্রুতার জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৪) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। রেজওয়ান দিঘলিয়া গ্রামের শেখ সাইফুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারসহ স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় রেজওয়ান বাড়ির পাশের রাস্তায় হাটছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলযোগে এসে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ‘পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি