ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল কেনাবেচার জেরে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:১২, ১২ সেপ্টেম্বর ২০২০

বগুড়ার কাহালুতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার পানাই এলাকার ব্রিজের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক আব্দুল আলীম (২৪) কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বুলু প্রামাণিকের ছেলে। পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করতেন তিনি। এ নিয়েই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। 

পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দুপুর দেড়টার দিকে আব্দুল আলীম তার মোটরসাইকেল নিয়ে উপজেলার দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পরে পানাই ব্রিজে পৌঁছালে পিছন থেকে অপর একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তার মাথায় আঘাত করে। এতে তিনি চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে আলীমের মরদেহ উদ্ধার করেন তারা।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে মোটরসাইকেল কেনাবেচার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি