ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় গাছে ঝুলছে যুবকের লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলা মাঠের একটি গাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে বাদেমাজু গ্রামের কালিতলা মাঠের একটি বটগাছে ঝুলন্ত লাশটি দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে চেক লুঙ্গি ছিল।
 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ‘ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এআই// এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি