ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামে সাপের কামড়ে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সিরাজুল ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, আজ শনিবার সকালে নিজ বাড়িতে ঘরের চাতালে মজুদ রাখা ভুট্টা পাড়ার সময় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে ওঝা সদর হাসপাতালে নেয়ার  পরামর্শ দেন।

পরে সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠায়। রামেকে নেয়ার পথে সিরাজুলের মৃত্যু হয়।

 

এআই//এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি