ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ট্রেনের ধাক্কায় মেছোবাঘের মৃত্যু

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৫, ১২ সেপ্টেম্বর ২০২০

নাটোরের নলডাঙ্গায় আন্তঃনগর পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মেছোবাঘের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে নওপাড়া রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে মেছোবাঘটি লোকালয়ে বেড়িয়ে আসে। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে রেল লাইনের ধারে পুনরায় জঙ্গলে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময় ঢাকা থেকে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের মেছোবাঘটি  ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় বাঘটি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম জানান, ‘রেল লাইনের ধারে মেছোবাঘটি পড়ে ছিল অনেক সময়। উৎসুক জনতা বাঘটি দেখার জন্য সেখানে ভিড় করে। বিষয়টি রেলওয়ে স্টেশন মাস্টারসহ স্থানীয় পরিবেশকর্মীদের জানানো হয়।’

বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, ‘এটি দেখতে মেছোবাঘের মত মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি মেছোবিড়াল। বিষয়টি রাজশাহী বন বিভাগকে জানানো হলে তারা মৃত প্রাণীটি মাটিতে পুতে রাখার পরামর্শ দেন।’

নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী (অস্থায়ী স্টেশন মাস্টার) দেবব্রত কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, ‘পরিবেশ কর্মীরা পরে মেছোবাঘটি মাটি চাপা দেয়।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি