ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে দেড়শো কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টাওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীতে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২৫তলা বিশিষ্ট অত্যাধুনিক ‘বঙ্গবন্ধু টাওয়ার’। 

‘জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ’র তত্বাবধানে ‘রাজশাহী হাউজিং এস্টেটের সেক্টর-১’ এর উপশহর নিউমার্কেট এলাকায় অত্যাধুনিক এই টাওয়ার নির্মাণ করা হবে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজি নজরুল ইসলাম, রাসিকের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমূখ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি