ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বেলাল

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত : ২০:০১, ১২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তৌফিকুর ইসলাম তালুকদার ওরফে বেলাল। আজ শনিবার তাঁকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। 

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী শনিবার দুপরে  তৌফিকুর ইসলাম তালুদারের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তৌফিকুর ইসলাম তালুকদার কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদদের পদে আছেন। এরআগে তিনি কালাই পৌরসভার মেয়র  ছিলেন। 

গত ৫ ফের্রুয়ারি  কালাই পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন মারা যাওয়ায় মেয়রের পদটি শূন্য হয়।  কাউন্সিলর লিলি বেগম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালাই উপজেলা কর্মকর্তা মোঃ আবুল কালাম জানান, আগামী ১০ অক্টোবর কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে  ১৫ সেপ্টেম্বর  মনোয়নপত্র দাখিলের শেষ  দিন। ১৬ সেপ্টেম্বর রিটানিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৩ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি