ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নতুন ইউনিয়ন গঠনে ঠাকুরগাঁওয়ে গণশুনানী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:০২, ১২ সেপ্টেম্বর ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন ভেঙ্গে দুটি ইউনিয়নে গঠন করা নিয়ে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই ইউনিয়নের কে কে লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ গণশুনানী করেন। এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিরা।

প্রসঙ্গত সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নটি সেনুয়া নদী দ্বারা ২ ভাগে বিভক্ত। এতে ওই ইউনিয়নের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদের সেবা পেতে অনকে দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এ কারণে ওই ইউনিয়নকে বিভক্ত করে নতুন আরেকটি  ইউনিয়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। এরই অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মতামত সুস্পষ্টভাবে জানার প্রয়োজনে গণশুনানীর আয়োজন করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি