ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ইয়াবা পাচারকালে আটক ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২০

বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন মিঠাপানির ছড়া এলাকা হতে সন্দেহজনক ৩ জন পথচারীকে তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে তাদের আটক করা হয়।

এসময় আটকৃত তিন জনের সাথে থাকা একটি আলুর বস্তা হতে ১০ হাজার পিস ও তাদের দেহের বিভিন্ন স্থান হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত তিন জন হল- ১. মোঃ নসুরুল্লাহ পিতা মৃত হোসেন আহম্মদ ২. মোঃ নইমুল্লাহ পিতা মৃত রমিদুল্লাহ ৩. মোঃ শফিক আলম পিতা নুরু সালাম। 

জব্দকৃত ইয়াবা ও আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি