ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে মাস্ক না পরায় ২০ জনকে অর্থদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ১৩ সেপ্টেম্বর ২০২০

চলমান মহামারী করোনার সংক্রমণ বিস্তার রোধে মাস্ক ব্যবহার না করে অবাধে বিচরণের দায়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০ জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা জানান, করোনার সংক্রমণ বিস্তার রোধে ও সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক ব্যবহার, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে দুপুরে উপজেলার গোগর চৌরাস্তা এলাকায় সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করায় ২০ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ আইনে জরিমানা করা হয়। সেইসঙ্গে সকলকে  সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি