ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় দুই ক্লিনিক মালিককে অর্থদণ্ড

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রামম্যাণ আদালতে দুই ক্লিনিক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট আক্তার হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সযোগিতা করেন- কলারোয়া হাসপাতালের ডাক্তার মাহাদী আল মাসুদ ও থানার এএসআই বিল্লাল হোসেন। 

জানা যায়, মেডিকেল প্রাক্টটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অদ্য আদেশের ৮ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় কলারোয়া পৌরবাজারের হাফিজা ক্লিনিক মালিককে ৩০ হাজার ও শিশু জেনারেল হাসপাতালের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভ্রামম্যাণ আদালতের বেঞ্চসহকারী মাকছুদুর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি