ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নানীর বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২১:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২০

ঠাকুরগাঁও সদরে ঝুলন্ত দেহ উদ্ধার করার পর হাসপাতালে নেয়ার পথে বৃষ্টি আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোলানী (আরাজি ঝাড়গাঁও) গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের খোরশেদ আলমের মেয়ে।

জানা যায়, বৃষ্টি আক্তারের বাবা-মাসহ সবাই ঢাকায় থাকায় সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকায় সে তার নানার বাড়িতে থাকতো। এদিন সকালে ঘুম থেকে উঠে তার নানী তাকে ডাকতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী এসে তাকে নামায় এবং তাৎক্ষণিক চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বৃষ্টি মারা যায়। 

এ বিষয়ে মোলানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন জানান, মেয়েটি অনেকদিন ধরে মাথার সমস্যায় ভুগছিল। হয়তো সে কারণেই সে আত্মহত্যা করেছে।

চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইযুব আলী জানান, ঘটনাটি আমি শুনে পুলিশকে জানালে তারা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি