ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যৌতুক মামলায় পুলিশ কনস্টেবলের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০০:০২, ১৪ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল সাজ্জাত হায়দারের এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সাজেদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এদিন সন্ধ্যায় দণ্ডিত আসামিকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। দণ্ডিত সাজ্জাত হায়দার চুয়াডাঙ্গা সদর উপজেলার চন্ডিপুর গ্রামের তৈয়ব আলির ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আলমডাঙ্গা তিত্তরবিলা গ্রামের জেসমিন খাতুন যৌতুক নিরোধ আইনে স্বামী পুলিশ কনস্টেবল সাজ্জাদ হায়দারের বিরুদ্ধে আমলী আলমডাঙ্গা আদালতে মামলা দায়ের করেন। আসামি বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতো বলে মামলায় উল্লেখ করা হয়।

দুই বছর ধরে চলা বিচার প্রক্রিয়া শেষে ৫ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার বিকালে আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান রায়ে আসামিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর দণ্ডিত সাজ্জাতকে পুলিশ প্রহরায় সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি