ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন, আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেলাল নামের এক অটোরিকশা চালক খুন হয়েছে। ওই অটোরিকশা নিয়ে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বক্তবলী ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বেলাল রংপুর জেলার কাদিরাবাদ গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে ও ফতুল্লার মুসলিমনগর এলাকার হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, খুব সকালে একদল ছিনতাইকারী অটোরিকশা চালক বেলালকে ছুরিকাঘাতে আহত করে অটোরিকশা নিয়ে পালানোর সময় তার এক বন্ধু দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। আহত অবস্থায় তাকে উদ্ধার নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি