পারাবত লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৫:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২০
বরিশাল ঘাটে পারাবত-১১ লঞ্চ। ছবি: একুশে টেলিভিশন
ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিনে মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে বরিশাল নৌ পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পেড়িয়ে অনেক সময় চলে গেলে কেবিন বন্ধ দেখায় নৌ পুলিশকে খবর দেয় লঞ্চ কর্তৃপক্ষ। পরে তারা এসে এক নারীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডির দল কাজ করছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় মেলেনি।
সিসিটিভির ফুটেজ দেখে লঞ্চের মাষ্টার মো. শামীম বলেন, রোববার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ঢাকা সদরঘাট থেকে একব্যক্তি ওই নারীকে নিয়ে লঞ্চে ওঠেন। তারা লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বরের সিঙ্গেল কেবিনে ওঠেন। সোমবার ভোররাতে বরিশাল ঘাটে লঞ্চ ভিড়লে ৪টা ৪৭ মিনিটে মধ্য বয়েসি ওই ব্যক্তি একাকী লঞ্চ থেকে নেমে যায়।
এনিয়ে নৌ সদর থানা পুলিশ অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তারা ছুটে এসে নারীর মৃতদেহ শায়িত অবস্থায় দেখেন। গলার নীচে আঘাতের চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এএইচ/
আরও পড়ুন