ঢাকা, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৭, আহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৩ মে ২০১৭ | আপডেট: ১৫:১৬, ৩ মে ২০১৭

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলে যাত্রীবাহী বাস উল্টে ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঘাটাইলের গুণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১৯ জনকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহন নামের যাত্রীবাহি বাসটি হরিপুর গুনগ্রাম বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী মারা যায়। ঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি