ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাহজাদপুরে হুইল চেয়ার ও নগদ অর্থ পেল দুই প্রতিবন্ধী 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ১৫ সেপ্টেম্বর ২০২০

মানবিক চিকিৎসকদের সহায়তা সংগঠন ডু স্যামথিং ফাউন্ডেশন ও  একুশে টেলিভিশনের সেবা সংগঠন সিরাজগঞ্জ একুশে ফোরামের উদ্যোগে শাহজাদপুর উপজেলার দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার গোপিনাথপুরে একুশে ফোরামের নির্মিত গোপিনাথপুর শহীদ মিনার চত্বরে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার হুইল চেয়ার ও আর্থিক সহায়তা তুলে দেন। 

এ সহায়তা পান খুকনী ঝাওপাড়ার প্রতিবন্ধী হাসমত আলী ও সোনাতনী চরের ছানোয়ার হোসেন। 

এ সময় ফোরামের সদস্য শিক্ষক আশরাফুল ইসলাম সওদাগর, মারুফা মির্জা, আসাদুজ্জামান আসাদ, রায়হান আলী, প্রমুখ উপস্থিত ছিলেন। সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা জানান প্রতিবন্ধীরা।

এদিকে চলমান করোনাকাল ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডু স্যামথিং ফাউন্ডেশন সিরাজগঞ্জ, গাইবান্ধা, মানিকগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। 

এছাড়া বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি সারা বছরই ফাউন্ডেশনটি অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, পুঁজি, ঘর প্রদানসহ নানা সহযোগিতা দিয়ে থাকেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. কাজী আয়েশা সিদ্দিকা। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি