ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

নড়াইলে জেলেদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২০

নড়াইলে নিয়মনীতি মেনে মাছ ধরাকে উৎসাহিত করতে জেলেদের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নলদী ও মাইজপাড়া ইউনিয়নের ৬০ জন কার্ডধারী জেলে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এনামুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন, নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম, পরিদর্শক (তদন্ত) সুকান্ত সাহা, নলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি প্রমুখ।

বক্তারা বলেন, ‘খাল, বিল ও নদীতে নিয়মনীতি মেনে মাছ ধরলে বংশ বিস্তারের পাশাপাশি দেশে মাছের ঘাটতি দূর হবে। মাছের অভয়াশ্রম তৈরি হবে। জেলেদের মধ্যে কোনো হানাহানি ও দ্বন্দ্ব সৃষ্টি হবে না। এক্ষেত্রে নিষিদ্ধ জাল ও উপকরণ দিয়ে মাছ ধরা যাবে না। খাল, বিল ও নদীতে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা চলবে না।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি