ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাছের পোনা বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

ভোলায় অতি জোয়ারের পানি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা নামের একটি সংগঠন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে শতাধিক মাছ চাষীদের মাঝে  ৮ কেজি করে মোট ৫০ হাজার মাছের পোনা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব রায় অপু, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাঈন আহমেদ হাসান মিয়া, রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সাবেক সভাপতি আসাদুজ্জামান লিপটন, সপ্তম বিশ্বাস, মো. আমিনুল ইসলাম, রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রনি প্রমুখ। 

এদিকে মাছের পোনা পেয়ে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে জানান বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীরা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি