মসজিদে বিস্ফোরণের ঘটনায় সাক্ষ্যগ্রহণসহ আলামত সংগ্রহ
প্রকাশিত : ১৮:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২০
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ মঙ্গলবার মামলার তদন্তে ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্যগ্রহণ করেছে সিআইডি। সঙ্গে আলামতও সংগ্রহ করেছে তদন্ত টিম।
এদিন দুপুরে পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থলে আসে সিআইডি তদন্ত টিম। পরে মসজিদের একটি কক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক বাবুল হোসেন ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এসময় মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেন সিআইডি টিম।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ফতুল্লার মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারে গাফলতির অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হয়। এরমধ্যে ৩১ জনের প্রাণহানি ঘটে।
এনএস/
আরও পড়ুন