ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২১:১০, ১৫ সেপ্টেম্বর ২০২০

নাটোরের গুরুদাসপুরে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ওই মেয়ের বাবা বুদ্দু মন্ডলকে মারপিটসহ তার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা এসময় ওই দোকানের ক্যাশবাক্স থেকে ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাকান্দা গ্রামে এই হামলা ও মারপিটের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুদ্দু মন্ডলের বাড়ি সংলগ্ন তার একটি মুদি দোকান আছে। ওই দোকানে বুদ্দু ছাড়াও তার ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাঝে মধ্যে বসে দোকানদারী করে। প্রতিবেশী আশিক সুযোগ পেলেই বুদ্দুর মেয়েকে উত্যক্ত করে। বুদ্দু তার মেয়েকে উত্যক্ত করার বিষয় নিয়ে প্রতিবাদ করায় সোমবার রাতে তার দোকানে চড়াও হয়ে তাকে মারপিট করে বলে বুদ্দু থানায় লিখিত অভিযোগ করেছেন। 

বুদ্দু মন্ডল বলেন, শারীরিক অসুস্থতা ও দারিদ্রতার কারণে অনেক সময় তিনি দোকানে বসতে না পারলে তার শিশু কন্যা দোকানে বসে বেচা কেনা করে। তাকে একা পেয়ে প্রতিবেশী আশিক শিকদার আমার মেয়েকে উত্যক্ত করতে থাকে। মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি অভিযুক্তকে নিষেধ করি। এতে আশিক বিক্ষুব্ধ হয়ে আমার সাথে অসদাচরন করে। বিষয়টি তার অভিভাবকদের কাছে জানিয়ে বিচার দাবি করি। এতে অভিযুক্ত আশিক আরো বেশী ক্ষুদ্ধ হয়ে তার ভাই বিল্টু শিকদারকে সাথে নিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমার দোকানে এসে আমার ওপর চড়াও হয়। এসময় তারা আমাকে মারপিট করে এবং আমার দোকানের মালামাল ভাংচুর করে দোকান থেকে ব্যবসার ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। আমি বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। 

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি