ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ছেলের ওপর অভিমান করে প্রতিবন্ধী বাবার আত্মহত্যা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

নিহত সিদ্দিক মোড়ল

নিহত সিদ্দিক মোড়ল

সাতক্ষীরার কলারোয়ায় ছেলের ওপর অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে সিদ্দিক মোড়ল (৬৫) নামে এক প্রতিবন্ধী বাবা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মোড়ল উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত কফিলউদ্দিন মোড়লের ছেলে। তার একটি পা-কাটা ছিল। 

জানা যায়, এদিন সকালে বৃদ্ধ সিদ্দিক মোড়ল তার একমাত্র ছেলের ওপর রাগ করে স্থানীয় বাজার থেকে বিষাক্ত ট্যাবলেট নিয়ে এসে খেয়ে ফেলে। পরে বাড়ীর লোকজন জানতে পেরে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুরবণ করেন। 

এ ঘটনায় কলারোয়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম জানান, তিনি বিয়ষটি থানা পুলিশকে অবহিত করেছেন। 

তবে বিষয়টি সম্পর্কে জানতে নিহতের ছেলেকে না পাওয়ায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি