ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে শ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে মিলন নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় প্রিন্স ও টিটুল নামে আরও দুইজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার পর ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন টঙ্গীর মিরাশপাড়া এলাকায় একটি ফ্যাশন ওয়াশিং কারখানায় চাকরি করত।

পুলিশ জানায়, আলেরটেক এলাকার দোকানের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন মিলন, প্রিন্স ও টিটুলসহ কয়েকজন। হঠাৎ ২০ থেকে ৩০ জন মাস্ক পড়া লোক মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। 

আহত প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি