ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ গৃহবধূর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২০

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর ও ট্রলির ধাক্কায় রুপালী বেগম (৩২) ও আফসানা খানম (২০) নামে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আফসানার স্বামী ফরিদুর রহমান গুরুত্বর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি গ্রামের খলিল হোসেনের স্ত্রী রুপালী বেগম মোটরসাইকেল যোগে গ্রাম থেকে শহরে আসার পথে ছোট রসুলপুর এলাকায় পিছন থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর ধাক্কা দিলে ওই গৃহবধূ ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। 

এর আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবপুর-মহাদেবপুর সড়কের জয়পুর সরদারপাড়া মোড়ে ধান বোঝাই একটি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা ও তার স্বামী ফরিদুর রহমান রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় ট্রলির চাকা আফসার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

নিহত আফসানা মহাদেবপুর উপজেলার চান্দাস গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন। এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি