ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বড় ধরণের ক্ষতি থেকে বাঁচল ঠাকুরগাঁও রূপালী ব্যাংক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২০

আকস্মিক এক অগ্নিকাণ্ডে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে রূপালী ব্যাংক লিমিটেডের ঠাকুরগাঁও করপোরেট শাখা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে অবস্থিত রূপালী ব্যাংকের জেনারেটরের ওভার হিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, সকাল ১০টার দিকে ব্যাংকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর জেনারেটর চালু করা হলে দুপুরের এক পর্যায়ে জেনারেটরের ওভার হিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পাশে রাখা প্লাস্টিকের কিছু সামগ্রী ও কাগজে আগুন লাগে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম  হয়। 

রফিকুজ্জামান আরও জানান, এই অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ ২০ হাজার টাকা ধরা হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরণের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। 

ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার জানান, অগ্নিকাণ্ডে ব্যাংকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যাংকের লেনদেনসহ গ্রাহকের সকল সেবা বন্ধ করে দেওয়া হয় এবং দ্রুত তা চালু করার চেষ্টা চলছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি