ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নাটোরে মাদক সেবনকালে ১৭ জন আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২০

নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় মাদক সেবনকালে ১৭ মাদক সেবীকে আটক করেছে র‌্যাব। এ সময় উদ্ধার করা হয় ৫ গ্রাম গাঁজা, ৫ মিলিগ্রাম হেরোইনসহ সেবনের উপকরণ। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো- মাহবুব রহমান (২২), মো. আলামিন (২৩), মো. মমিন আলী (২৩), মো. বিপ্লব (২৮), মো. ফারুক হাসান (২২), মো. রহমত ব্যাপারী (৪০), মো. রনি ব্যাপারী (৩৫), মো. আবু কালাম (৪৫), আব্দুস সাত্তার (৫০), মাসুদ হোসেন (২২), তামীম হোসেন (২০), আবু বক্কর (২৩), মো. মনির প্রামানিক (৩২), আশরাফ (৩০), মো. নাজমুল (২৩), মো. সেলিম মিয়া (৩০) ও  মো. শহীদ (৩৮)।

সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভন্ন এলাকা থেকে এসে একত্রে মাদক সেবন করছিল।’

উল্লেখ্য, একই এলাকা থেকে গত ২৭ আগস্ট ১৭ জন এবং ১ সেপ্টেম্বর রাতে ৩১ জনকে মাদক সেবনের সময় র‌্যাব সদস্যরা আটক করে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি