ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ১৭ সেপ্টেম্বর ২০২০

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। আজ বৃহস্পতিবার বেলা ১০টায় শহরের কাঁচাবাজারে হঠাৎ হাজির হন তিনি। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও এনডিসি আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। 

এদিন বাজারে ভারতীয় পেঁয়াজ পাইকারি প্রতি কেজি ৬০ ও বাংলাদেশি পেঁয়াজ ৭২ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। খুচরা বাজারে প্রকারভেদে যা ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। 

জেলা প্রশাসক বলেন, ‘বাজারে বর্তমানে পেঁয়াজের কোনো সংকট নেই। পাইকারি বিক্রেতারা কেজিতে দুই থেকে তিনটাকা লাভে বিক্রি করছেন। খুচরা বাজারেও খুব বেশি দাম নেওয়া হচ্ছে না। তবে, শিগগিরই পেঁয়াজের মূল্য কমে যাবে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি