ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যানের মুক্তি দা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদকে হত্যা মামলায় জড়ানো ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে তার পরিবার। একইসঙ্গে তার মুক্তি দাবি করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে কবির আহমেদের ভাই এইচ এম আল আমিনের পক্ষে এক সংবাদ সম্মেলনে তার মুক্তি দাবি করেন বীরগাঁও ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘কবির আহমেদের রাজনৈতিক সাফল্যে একটি চক্রান্তকারী মহল পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে তাকে আসামি করে। ঘটনার সময় কবির চেয়ারম্যান করোনা মহামারি উপলক্ষে সরকার প্রদত্ত ত্রাণ বিতরণ নিয়ে নিজ গ্রামে অবস্থান করছিলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ তার নিঃশর্ত মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে বীরগাঁও ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি