ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বরুণ মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামে তার নিজ বাড়িতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, মৃত ব্যক্তির দেহে করোনার লক্ষণ ছিল। তবে তিনি আমাদের কাছে চিকিৎসা নিতে আসেননি।

নবাবগঞ্জ উপজেলা লাশ সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপু স্থানীয়দের বরাত দিয়ে জানান, বরুণ মন্ডল কয়েকদিন আগে ফরিদপুরে বেড়াতে যান। জ্বর-ঠান্ডা-কাঁশি নিয়ে মঙ্গলবার তিনি বাড়িতে আসেন। বুধবার রাতে তিনি নিজ ঘরে মারা যান। খবর পেয়ে সৎকার টিমের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে চন্দ্রখোলা শ্বশানে তার মরদেহ দাহ করেন। 

এর আগে তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এ টিম লিডার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি