ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পদ্মায় সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল স্কুলছাত্র

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২০

রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়ে বিবেক ঘোষ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত বিবেক নগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। 

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, ‘বৃহস্পতিবার দুপুরে বিবেক নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন। ডুবুরী দল পদ্মায় তল্লাশি করে পানির তলদেশে বিবেককে খুঁজে পায়।’ 

পরে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিবেককে মৃত ঘোষণা করেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি