ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আরএমপির সাইবার ক্রাইম ইউনিট উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের অপরাধ সংঘঠিত হয়, সেইসব অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করবে সাইবার ক্রাইম ইউনিট বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার দুপুরে আরএমপির সদর দপ্তরে সাইবার ক্রাইম ইউনিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে যাতে কোন ধরনের সাইবার ক্রাইম সংঘটিত হতে না পারে সেইজন্য কাজ করবে এই ইউনিট। এছাড়া কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধীদের শনাক্ত করতেও কাজ করবে এই ইউনিট। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ে কাজ করবে সাইবার ক্রাইম ইউনিট।

কমিশনার জানান, রাজশাহীতে স্বতন্ত্র সাইবার ক্রাইম ইউনিট ছিলো না। আমি যোগদানের পর সাংবাদিকদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন এ সাইবার ক্রাইম ইউনিট গঠন। এই ইউনিটের তত্ত্বাবধানে দক্ষ ও চৌকস পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি ঢাকা থেকে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া সাইবার ক্রাইম ইউনিটে সব ধরনের লজিস্টিক সাপোর্টও রয়েছে। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে খুঁজতে ও ধরতে কাজ করবে এই ইউনিট। থানায় মামলা হলেও শনাক্তকরণে কাজ করবে সাইবার ক্রাইম ইউনিট।

এর আগে আরএমপি কমিশনার আরএমপি পুলিশ হেডকোয়ার্টাসের চারতলায় একটি কক্ষে ফিতা কেটে সাইবার ক্রাইম ইউনিটের উদ্বোধন করেন। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি