ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জোড়া খুনের আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ১৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর জোড়া খুনের আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পৌর সদরের থানা কমপ্লেক্স ভবনের সামনে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মানববন্ধন ও পথসভা করেছে উপজেলা যুবলীগ। এতে উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

মানববন্ধন শেষে পৌর সদরের প্রেসক্লাবের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নিহত যুবলীগ নেতা রুম্মন তালুকদারের মা ফাতেমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, কেশবপুর ইউপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুল ইসলাম খান টিটু প্রমূখ বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২ আগস্ট কেশবপুর ইউপির দুই গ্রুপের অভ্যন্তরীন কোন্দলে খুন হয় যুবলীগ নেতা রুম্মন তালুকদার ও ছাত্রলীগ কর্মী ঈশাদ তালুকদার। আর ওই জোড়া খুনের ঘটনায় বাদি হয়ে থানায় মামলা করেন রুম্মন তালুকদারের বড় ভাই মন্টু তালুকদার।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি