ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে খাদ্য সহায়তা 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
 
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা আ’লীগের সহ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, উপজেলা আ’লীগের সদস্য জহির উদ্দিন পাটোয়ারী, কোম্পানীগঞ্জের প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি প্রমুখ।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি