ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় দুই সন্তানের জননীর আত্মহত্যা, স্বামী পলাতক

বেনাপোল (যশোর) প্রতিনিধি :

প্রকাশিত : ১৬:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শার  সাতমাইলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৩৩) নামে এক গৃহবধূ। নিহত মমতাজ শার্শার রুদ্রপুর গ্রামের বদুল্লার স্ত্রী ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গড়পুতা গ্রামের মহাতাবের মেয়ে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাগ আঁচড়া ইউনিয়নের সাত মাইল রাশেদের চাতালের ভেতর আত্নহত্যা করে।

স্থানীয় ইউপি সদসা আলমগীর জানান, শুক্রবার সকালে ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে দেখি ঘরের আড়ার সাথে নিথর দেহ ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ নামানো হয়। নিহতের স্বামী পালাতক রয়েছে।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য থানায় জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃতের কারণ জানা যাবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি