ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পূজায় ছুটির দাবীতে মানববন্ধন

নারায়ন চক্রবর্ত্তী:

প্রকাশিত : ২০:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২০

শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারী ছুটির দাবীতে আজ ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব  করেন হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ভারপ্রাপ্ত  সভাপতি এডভোকেট জয় লাল বিশ্বাস, মানববন্ধনে বক্তব্য রাখেন ও সংখ্যালগুদের সার্থ ও সুরক্ষা নিয়ে কথা বলেন হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারন সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক সুবেশ চক্রবর্তী, সদর উপজেলা কমিটির সভাপতি সাধন চৌধুরী, সাধারন সম্পাদক প্রসন্ন দাস, হিন্দু মহাজোট নেতা সুমন সাহা, দিপংকর দাস, বাবুল রায়, জেলা ছাত্র মহাজোটের আহ্বায়ক দীপ্তজিৎ রায়, যুগ্ন আহ্বায়ক প্রতিক চক্রবর্তী, যুগ্ন আহ্বায়ক সঞ্জিত সুত্রধর, সদস্য সচিব দুর্জয় ভট্রাচার্য্য, ও যুগ্ন সদস্য সচিব অজয় দেবনাথ প্রমুখ।মানববন্ধনে বক্তাগন বলেন আমাদের শারদীয় দূর্গাপূজা হয় ৫ দিন ব্যপি কিন্তু দুঃখের বিষয় আমরা ছুটি পায় ১ দিনের আমাদেরকে সরকারি ছুটি ৩ দিন করতে হবে।  

সারাদেশে যেভাবে সংখ্যালগু নির্যাতন হচ্ছে অবিলল্বে সকল নির্যাতন বন্ধের দাবী জানানো হয়।সারাদেশে প্রতিদিনই বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর, মন্দিরে চুরি, জমি দখল, দেশত্যাগে বাধ্য করতে হামলা, জমি-বাড়ীঘর জোরপূর্বক দখল, মহানবীর বিরুদ্ধে কটুক্তির অজুহাতে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ব্ড়াীঘর ভাংচুর, লুঠতরাজ মিথ্যা মামলায় গ্রেফতার চলছে। একই সাথে আশংখাজনক হারে বেড়েছে হিন্দু কিশোরী অপহরন।বক্তাগন আরে বলেন, মন্দির, প্রতিমা ভাংচুর সহ সকল হিন্দু নির্যাতনকারীদের গ্রেফতার, ধর্ম অবমাননার মিথ্যা মামলা প্রত্যাহার এবং দূর্গা পুজায় ৩ দিনের ছুটির দাবী বাস্তবায়নের দাবী জানান।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি