ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মাদক ব্যবসায় বাধা দেয়ায় হামলা, আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় তুচ্ছ ঘটনা ও মাদক ব্যবসায় বাধা দেয়ায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।  এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাংচূর এবং লুটপাট করা হয়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নলুয়াপাড়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রতন জানান, দীর্ঘদিন ধরে নেওয়াজ, রকি ও পায়েলের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা হয়ে আসছে। এতে বাধা দেয়ায় প্রায় তাদের হত্যা হুমকি দিতো। শুক্রবার রাতে তুচ্ছ ঘটনায় তাদের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী ইটপাটকেল নিক্ষেপ করে বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাট করে দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই জানান, ‘রাতে শহরে নলুয়াপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের লোকজনই আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনান পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি