ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে রাধীকা মোহন স্মৃতি পদক প্রদান 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারের প্রথিতযশা সাংবাদিক মুক্তিযোদ্ধা রাধীকা মোহন গোস্বামী স্মৃতিপদক প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে প্রেসক্লাব ভবনে এ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। 

অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ায় প্রথম স্থান অধিকারী প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রথম হওয়া এটিএন বাংলা সিলেট বিভাগীয় প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের হাতে পদক, ক্রেষ্ট, সাটিফিকেট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

ইমজার সহযোগীতায় এবং রাধীকা মোহন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও ১৫ জনকে পুরস্কার ও সাটিফিকেট ও বিচারক মন্ডলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইমজা সভাপতি শাহ অলিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ, প্রতিযোগিতার বিচারক লিয়াকত শাহ ফরিদি, ডা. রস রঞ্জন গোস্বামী ও মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি