ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোটি টাকা হাতিয়ে নেয়া মিজানুরের শাস্তি দাবি ভুক্তভোগীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২০

জাল সনদ তৈরি, পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি ও চাকরি দেয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার মূলহোতা মিজানুর রহমানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় মিজান মাস্টারের বিভিন্ন অপকর্মের চিত্র তুলে ধরে তার শাস্তি দাবি করেন ভুক্তভোগীরা।
 
উল্লেখ্য, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের বাসিন্দা মিজানুর রহমানকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র তৈরির অভিযোগে রাজশাহী মেট্রপলিটন পুলিশ গ্রেফতার করেছে।

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি