ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

নৌকা চাপা পড়ে ও পানিতে ডুবে নিহত ২, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২০

সিরাজগঞ্জের কাজিপুরে ২টি নৌকা চাপা পড়ে ও পানিতে ডুবে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া ভূট্টা হাটের কাছে নৌকার নিচে চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক মনসুরনগর ইউনিয়নের শালগ্রামের মৃত কসের আলীর পুত্র। আহতদের মধ্যে ওই গ্রামের আব্দুর রশিদের পুত্র ফরিদ (৩০)-এর পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় নৌকা চালক পালিয়ে গেছে।  

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি ও মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামের বেলাল হোসেনের পুত্র সিহাব হোসেন (১২) শুক্রবার সকাল ১১টায় দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে বাড়ির পার্শ্বে ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিহাবের মৃগী রোগ ছিলো বলে তার স্বজনরা জানান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি