ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে গৃহবধূর লাশ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

প্রকাশিত : ০৯:১৮, ২০ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ান সরাইল উপজেলায় সায়মা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মৃতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। সায়মা  উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সুর্ষকান্দি গ্রামের উবায়দুল্লাহ মিয়ার স্ত্রী।

সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহমেদ ও সরাইল সার্কেল-সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান,‘খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি