ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভোলায় বন্যার্তদের মাঝে তোফায়েল আহমেদের ত্রাণ সহায়তা

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২৮, ২০ সেপ্টেম্বর ২০২০

ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্তরা এ সহায়তা পান। 

আজ সকালে ভোলার ইলিশা ইউনিয়ন পরিষদ চত্বরে তার পক্ষে এসব ত্রাণ সহায়তা তুলে দেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ বলেন, ‘করোনাকালীন সময়েও দেশকে সকল ক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে সরকার।’

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।  
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি