ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন আগামী শনিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৫ মে ২০১৭ | আপডেট: ১২:৩০, ৫ মে ২০১৭

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। সংশ্লিষ্টরা বলছেন, এই সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে খুলবে অপার সম্ভাবনাময় পর্যটনের অবারিত দুয়ার। মেরিন ড্রাইভ ছাড়াও আরো ৭টি প্রকল্পের উদ্বোধন ও ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানন্ত্রীর সফর উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্নের পাশাপাশি নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত ।
একপাশে সবুজ পাহাড় আর অপর পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে। পাহাড় আর সমুদ্রের মিতালীর মধ্য দিয়ে চলে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক।
কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত দীর্ঘ ৮০ কিলোমিটার এই সড়কের কাজ শুরু হয় ১৯৯৮ সালে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধীনে এ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়।
বিশ্বের দীর্ঘতম এ মেরিনড্রাইভ সড়কে ১৭টি ব্রীজ, ১০৮ টি কালর্ভাট রয়েছে। যেখানে ব্যয় হয়েছে ১ হাজার ৪০ কোটি টাকা।
মেরিন ড্রাইভ ছাড়াও আরো ৭টি প্রকল্পের উদ্বোধন ও ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
শনিবার দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে উৎসবমুখর হয়েছে উঠেছে পুরো কক্সবাজার।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি