ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে লাশ হলো রিয়াদ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ২০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর শিশু রিয়াদ হোসেন (১২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার আত্রাই নদীর আবেদাপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত রিয়াদ ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সিঙ্গারুল গ্রামের কৃষক মো. মোশারফ হোসেনের ছেলে।
 
জানা যায়, গত বৃহস্পতিবার রিয়াদ হোসেন ও তার জমজ ভাই জিহাদ হোসেনসহ পরিবারের সদস্যরা একই উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট জগন্নাথপুর গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে বেড়াতে আসে। ওইদিন দুপুরে কয়েকজন মিলে আত্রাই নদীর জগন্নাথপুর ঘাটে গোসল করতে নামে রিয়াদ। গোসলের এক পর্যায়ে রিয়াদ হোসেন (১২) পানির স্রোতে তলিয়ে যায়। ওইদিন ফায়ার সার্ভিস টিম ও ডুবুরী দিয়ে শিশুটিকে অনেক খোঁজা-খুঁজির পরেও আর পাওয়া যায়নি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি