ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাটির দেয়াল চাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর মান্দা উপজেলায় মাটির দেয়াল চাপা পড়ে সিরাজুল ইসলাম (৬০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃত সিরাজুল ইসলাম উপজেলার শিংগা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

জানা গেছে, সকালে তিনি গোসল করার জন্য বাড়ির ভেতর গোসল খানায় যান। এসময় তার ওপর মাটির দেয়াল ধসে পড়লে তিনি গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, মৃত্যুর খবরটি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করে নাই।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি