ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হরিণ শিকারী গোপাল পাল কারাগারে

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করেছে পুলিশ। তার নাম গোপাল পাল (৪০)। বন আইনে মামলা দায়েরের পর রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। শিকারী গোপাল পাল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সুকলাল পালের ছেলে বলে জানা গেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সোনাইল তলা খেয়াঘাট এলাকা হতে তাকে আটক করা হয়। মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি ৪’শ গ্রাম হরিণের মাংসসহ শিকারী গোপাল পালকে আটক করা হয়। আজ সকালে ১৯২৭ সালের বন আইনে (সংরক্ষিত সুন্দরবনে প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকার) মামলা দায়ের পর তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি