ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুলিশের তাড়ায় বাইক ফেলে পালালো মাদক ব্যবসায়ী

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পুলিশের তাড়া খেয়ে ফেনসিডিল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে গেল দুই মাদক ব্যবসায়ী। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শার্শার বাগআঁচড়া এলাকা থেকে মোটরসাইকেল ও মাদকের চালানটি উদ্ধার করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার টেংরা-বালুন্ডা সড়কের টেংরা চৌরাস্তার কাছে একটি মোটর সাইকেল বেরিকেড দিলে চালকসহ দু'জন গাড়ি ফেলে পালিয়ে যায়।  পরে পাঁকা রাস্তার ওপর  থেকে ১৬০ বোতল ফেনসিডিল এবং আসামীদের ফেলে যাওয়া ব্লু কালারের একটি এ্যপাাচি মোটর সাইকেল ( সাতক্ষীরা-ল-১১-৮৬৪৩) ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

আসামীদের গ্রেফতারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি